বৃষ্টির আশায় পাবনা ও জয়পুরহাটে বিশেষ নামাজ-মোনাজাত

পাবনায় বিশেষ নামাজ ও মোনাজাত। ছবি: স্টার

বৃষ্টির আশায় পাবনা ও জয়পুরহাটে আজ বুধবার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।

চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পাবনা জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে আজ সকালে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পাবনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মসজিদে আত তাকওয়ার পেশ ইমাম মাওলানা আব্দুস শাকুর। মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ এ প্রার্থনায় অংশ নেন। 

এদিকে প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দারা বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করেছেন।

আজ সকালে কালাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কালাই জামে মসজিদ কমপ্লেক্স ও কামিল মাদ্রাসার আরবি বিভাগের খতিব ও শিক্ষক মাওলানা সেলিম রেজা নামাজ পরিচালনা করেন।

 

Comments

The Daily Star  | English

‘Count on us for whatever support you want’

Managing Director of Operations at the World Bank Anna Bjerde yesterday reiterated the global lender's support to the interim government for rebuilding Bangladesh

16m ago