রুমায় কুকি-চিনের সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার: আইএসপিআর

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও অনন্য সরঞ্জাম উদ্ধার করে হয়েছে।

বান্দরবানে ব্যাংক ডাকাতি, ব্যাংকে শাখা ব্যবস্থাপককে অপহরণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুটের পরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু হয়।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago