যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে সহায়তা বিল পাস, ২৬ বিলিয়ন ডলার পেতে পারে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন যা 'ক্যাপিটল' নামে পরিচিত। ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন যা 'ক্যাপিটল' নামে পরিচিত। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৯৫ বিলিয়ন ডলারের সমর্থন প্যাকেজ পাস হয়েছে। মূলত ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক ও মানবিক সহায়তা দিতে প্রতিনিধি পরিষদে এই বিল উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ইসরায়েল পেতে যাচ্ছে ২৬ বিলিয়ন ডলার। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

বিল দুটি বাস্তবায়নে এখন পার্লামেন্টের উচ্চকক্ষ বা মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। মঙ্গলবার এই বিল দুইটি সিনেটে তোলা হতে পারে। আগামী সপ্তাহ নাগাদ এই বিল চূড়ান্ত হতে পারে।

প্রেসিডেন্ট বাইডেন বিলে সই  করার পর তা আইনে পরিণত হবে। তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, সিনেটে সংখ্যাগরিষ্ঠ দল জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা সংখ্যাগত দিক দিয়ে এগিয়ে।

ইসরায়েলের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ২৬ দশমিক ৪ ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে  সহায়তা করবে বাইডেন প্রশাসন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ জানান, হাউসের ত্রাণ অনুমোদন 'আমাদের শত্রুদের কঠিন বার্তা পাঠিয়েছে।'

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই 'ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রবল সমর্থন প্রকাশ করেছে এবং পশ্চিমা সভ্যতাকে সুরক্ষা দিয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ আমেরিকা।'

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ৬০ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি। বিপক্ষে ১১২ ভোট পড়েছে।

এই বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা–সমালোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তা প্রস্তাব নিয়ে চাপের মধ্য ছিলেন। এখন প্রতিনিধি পরিষদে বিল পাসের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে।

মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থনের নজির দেখা গেলেও শনিবারের বিরল এই অধিবেশনে কিছুটা বিরোধিতার আভাস পাওয়া গেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রগতিশীল ডেমোক্র্যাটরা ইসরায়েলি সরকারের যুদ্ধ-পরিচালনা কৌশল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

শনিবারের ভোটে ইসরায়েলের পক্ষে ৩৬৬ ও বিপক্ষে ৫৮ ভোট পড়ে। ৩৭ ডেমোক্র্যাট ও ২১ জন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন।

ডোনাল্ড ট্রাম্প ও তার দলের অন্যান্য নেতারা ইসরায়েল-হামাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এমন কী, ট্রাম্প এমনও বলেছেন যে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইউক্রেনের জন্য অর্থায়ন বন্ধ করে দেবেন।

ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান—দুই দলেরই প্রগতিশীল সদস্যরা ইসরায়েলের বিরোধিতা করলেও সার্বিকভাবে সিনেটে এই বিল বেশ সহজেই পাস হবে বলে ভাবছেন বিশ্লেষকরা।

Comments

The Daily Star  | English
Bangladesh alleges border abuse by BSF

Those pushed-in allege torture, abuses in India

Several Bangladeshi nationals have alleged that Indian authorities tortured them prior to pushing them across the border.

8h ago