এপ্রিলে ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

এপ্রিলে ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা
স্টার ফাইল ফটো | ছবি: পলাশ খান/স্টার

চলতি বর্ষা-পূর্ববর্তী মৌসুমে গতকাল পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আশঙ্কা করা হচ্ছে, এ মাসে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আজ মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকালও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। ফলে আগামী পরশু তাপমাত্রা কিছুটা কমে পারে। তবে চলমান তাপপ্রবাহ শিগগির যাচ্ছে না।'

তিনি বলেন, 'আপাতত আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে।'

পূর্বাভাস অনুসারে, আগামীকালও উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বজলুর রশিদ আরও বলেন, 'এপ্রিল এমনিতেই উষ্ণতম মাস, পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে নদী অববাহিকা থেকে জলীয় বাষ্প এসে বিচ্ছিন্নভাবে বৃষ্টির কারণে কোথাও তাপমাত্রা কমবে, কোথাও বাড়বে। তবে খুব একটা পরিবর্তন হবে না। আগামী অন্তত তিন দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে।

'আমরা আশঙ্কা করছি, আগামী ২০ তারিখের পরে গরম আরও বাড়তে পারে। ২৩ এপ্রিলের দিকে গিয়ে পাবনা-ঈশ্বরদী, যশোর ও কুষ্টিয়া বেল্টে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

58m ago