চাঁদ রাতে পাভেলের লিভিং রুম সেশানে ইমরান

ইমরান। ছবি: সংগৃহীত

সংগীত পরিচালক পাভেল আরিনের লিভিং রুম সেশানে হাজির হলেন সংগীতশিল্পী ইমরান। তবে, নিজের ঢংয়ের কোনো গানে নয়, সতীশচন্দ্র গোসাইয়ের কথা ও সুরে লোকগান 'পিরিতি কাঁঠালের আঠা' গানটি নিয়ে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, 'এটি প্রচলিত একটি গান। কিন্তু আমাকে যেভাবে গানটি গাওয়ানো হয়েছে, তা একটু ভিন্ন। যেহেতু এটা আমার জনরা না, আমাকে নতুনভাবে এ জনরায় শ্রোতারা পাবেন।'

তিনি বলেন, 'পাভেল ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করে করেছেন, যেভাবে শ্রোতারা কখনো শোনেনি।'

নতুন গানটি নিয়ে পাভেল আরিন বলেন, 'রবীন্দ্রনাথ, নজরুল, সাধক জালাল খাঁর গানের পর সতীশচন্দ্র গোসাই "পিরিতি কাঁঠালের আঠা" গানের সঠিক সুর অক্ষুণ্ণ রেখে নতুন প্রজন্মের উপযোগী করে এটা তৈরি করেছি।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

58m ago