জামালপুরে সাংবাদিক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

সাংবাদিক মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

জামালপুরের সদর উপজেলায় স্থানীয় মাদক চোরাকারবারিদের হাতে এক সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে জামালপুর সদরের বজরাপুর এলাকার সড়ক ও জনপথ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশ টিভির জামালপুর প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের পর পৌরসভার কাচারীপাড়া এলাকার রিয়াজুল ইসলাম লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিক মেহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রিয়াজুল তার লোকজন নিয়ে হঠাৎ আমার ওপর হামলা চালায়। জামালপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।'

লিখিত অভিযোগে তিনি বলেন, বিকেলে রিয়াজুলসহ ৩-৪ জনের একটি দল হকিস্টিক দিয়ে তাকে মারধর করে। তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে ওসি মহব্বত কবির বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments