সাভারে দুর্ঘটনার প্রভাব ঢাকা প্রিমিয়ার লিগে

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন লাগার ঘটনার প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। বিশাল যানজটে খেলোয়াড়রা পৌঁছাতে না পারায় বিকেএসপিতে সূচি থাকা দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার কারণে দলগুলো যেতে পারেনি৷  তাই ম্যাচ বাতিল করতে হয়েছে৷ কালকের ম্যাচ বডিলি শিফট করা হয়েছে। আজকের ম্যাচগুলো কাল হবে।'

আজ মঙ্গলবার বিকেএসপির দুই মাঠে  শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্সের ম্যাচ ছিলো। ফতুল্লায় আরেক মাঠে লড়ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ভোর ৫টার দিকে মহাসড়কের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে পাঁচ গাড়িতে আগুন লেগে দুইজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন আট জন। দুর্ঘটনার ফলে পুরো মহাসড়ক জুড়ে তৈরি হয়েছে বিশাল যানজট।

দ্য ডেইলি স্টারকে ফায়ারসার্ভিস জোন-৪'র উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, , 'ভোর ৫টায় মহাসড়কে একটি তেলবাহী লরিতে আগুন লাগে। আগুন মুহূর্তেই আরও চার গাড়িতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সাভার ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।'

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

4h ago