আলাপচারিতায় ইতিহাসবিদ সুগত বসু

সুগত বসু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডিনার অধ্যাপক। তিনি নেতাজী সুভাসচন্দ্র বসুর পরিবারের নিকট সদস্য। বাংলার ভূমি ও ভারত মহাসাগর নিয়ে তার গবেষণা বিশ্বে সমাদৃত। সম্প্রতি বাংলাদেশ সফরকালে দ্য ডেইলি স্টারের সঙ্গে অধ্যাপক বসু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারত ও বাংলাদেশের ইতিহাস, উপমহাদেশের সাম্প্রতিক রাজনীতি, বাংলা ভাষা ও সাহিত্যের পরিস্থিতি এবং এশিয়ার উত্থানসহ নানা বিষয়ে আলোচনা করেছেন।

দেখুন স্টার কানেক্টসে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago