জিম্মি নাবিকদের ঈদের আগে ফিরিয়ে আনার সম্ভাবনা কম: কেএসআরএম

এমভি আব্দুল্লাহ। ফাইল ছবি সংগৃহীত

সোমালি জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং।

তবে, জিম্মি নাবিকদের ঈদের আগে ফিরিয়ে আনার সম্ভাবনা কম বলছে এসআর শিপিংয়ের মূল প্রতিষ্ঠান কেএসআরএম।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ।

জাহাজটি উদ্ধারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিম্মি নাবিকদের ও জাহাজটি দ্রুত উদ্ধারে জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে।'

'২০১১ সালে জিম্মি হওয়া জাহাজ এমভি জাহান মনি যতদিনে উদ্ধার হয়েছে, তারচেয়ে কম সময়ে এবারের সংকটের অবসান হবে বলে আমরা আশাবাদী', বলেন তিনি।

তবে, কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারী তৃতীয় পক্ষ এ পর্যন্ত বেশ অগ্রগতি করেছে।

যোগাযোগ করা হলে এসআর শিপিংয়ের মূল প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'কর্মকর্তারা জলদস্যুদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন এবং আলোচনা চূড়ান্ত করার চেষ্টা করছেন।'

ঈদের আগে সমাধান হবে কি না, জানতে চাইলে মিজানুল বলেন, 'যত দ্রুত সম্ভব নাবিকদের উদ্ধারের লক্ষ্য নিয়ে আলোচনা করা হচ্ছে।'

'আলোচনা ফলপ্রসূ হলেও ঈদের আগে নাবিকরা ফিরতে পারবেন, এমন সম্ভাবনা কম', বলেন তিনি।

তাদের মুক্তির পরও বেশ কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

23m ago