আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীরাও আগ্রহী অলিম্পিকে খেলতে

তবে মাশচেরানো অপেক্ষা করছেন লিওনেল মেসির জন্য

অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টে অনূর্ধ্ব-২৩ দল খেললেও বয়স সীমার বাইরে তিন জন ফুটবলার অন্তর্ভুক্ত করতে পারে দলগুলো। সেই সুবিধা নিয়ে তিন সিনিয়র খেলোয়াড় পেতে চাইছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ জ্যাভিয়ের মাশচেরানোও। আর তার দলের অংশ হতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী অনেক তারকা খেলোয়াড়।

প্যারিস অলিম্পিকের টিকিট পাওয়ার পরপরই লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন মাশচেরানো। তবে পরে তাকে সরাসরি না বলে দিয়েছেন দি মারিয়া। তবে তার দীর্ঘদিনের সতীর্থ মেসি অবশ্য এখনও চূড়ান্ত কিছুই জানাননি। বিষয়টি নিয়ে আরও ভেবে দেখার কথা জানান রেকর্ড আট বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

মেসিকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার বিশ্বকাপ জয়ী সতীর্থ এমিলিয়ানো দিবু মার্তিনেজ, ক্রিস্টিয়ান কুতি রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল ও লাউতারো মার্তিনেজ অলিম্পিকে খেলার ইচ্ছা পোষণ করেছেন। বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে এই কথা সরাসরি বলেছেন এই তারকা ফুটবলাররা।

কিছুদিন আগেই ডিরেকটিভি স্পোর্টসের সঙ্গে একটি সাক্ষাত্কারে এমিলিয়ানো বলেছেন, 'জাতীয় দলের সঙ্গে যদি আমি কিছু মিস করে থাকি সেটা হলো অলিম্পিক গেমস জয়।' তবে আগ্রহ দেখালেও তিনি স্পষ্ট করে বলেছিলেন যে 'তরুণদের সবসময় সুযোগ দেওয়া দরকার।'

আর্জেন্টিনার তৃতীয় অধিনায়ক ওতামেন্দি বলেছেন, 'এটা হবে একটি স্বপ্নপূরণের মতো', তবে 'সিদ্ধান্তটি জ্যাভিয়ের মাশচেরানোর' হাতে ছেড়ে দিয়েছেন তিনি। বহু বছর ধরে জাতীয় দলে সতীর্থ ছিলেন তারা।

নিকোলাস তাগলিয়াফিকো বলেছেন, 'এগুলি দৈনন্দিন জীবনের থেকে কিছুটা আলাদা। এটি খুবই সুন্দর ব্যাপার এবং আমি এটা কখনোই অনুভব করতে পারিনি। সেখানে থাকাটা খুব ভালো হবে।'

আলবিসেলেস্তেদের নেতাদের একজন দি পলও অলিম্পিকে যাওয়ার দরজা খোলা রেখে বলেছেন, 'আমি আছি।' তবে এর বাইরেও তিনি স্পষ্ট করে বলেছেন, 'এটা আমার উপর নির্ভর করে না কারণ এটা ফিফা প্রতিযোগিতা নয় এবং ক্লাবগুলো আমাদের ছেড়ে দিতে বাধ্য নয়।'

আরেক বিশ্ব চ্যাম্পিয়ন কুটি রোমেরোও আগ্রহ প্রকাশ করেছেন, 'আমি কখনোই সেখানে ছিলাম না, তবে আমি সেই সুযোগটি পেতে পছন্দ করব। আমি আমার দেশকে সাহায্য করার জন্য যেকোনো কিছু করতে চাই। এটা আমার উপর নির্ভর করে না, ক্লাবের উপর। যদি মাচে (মাশচেরানো) আমাকে নিতে চায়, আমি আছি।'

অলিম্পিকে যাওয়ার আগ্রহ দেখিয়ে মাশচেরানোকে লাউতারো বলেছেন, 'অবশ্যই, আপনি যদি আমার উপর নির্ভর করতে চান তবে আমি সব সময়ই থাকব। এই জার্সি পরার জন্যই আমি কাজ করি। এখানে (জাতীয় দল) থাকার জন্য আমি আমার ক্লাবে আমার সেরাটা দিয়েছি। এই জায়গা সব কিছুর আগে।'

তবে এই খেলোয়াড়দের পাওয়া নিয়ে বড় ঝামেলা তৈরি হয়েছে কোপা আমেরিকার কারণে। আগামী ২০ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা। চলবে ১৪ জুলাই পর্যন্ত। আর ২৪ জুলাই থেকে শুরু হতে অলিম্পিক গেমসের পুরুষদের ফুটবল ইভেন্ট। তার উপর অলিম্পিক গেমসে ফিফার ইভেন্টও নয়।

Comments

The Daily Star  | English
Arrival of hijacked Bangladeshi ship MV Abdullah in Bangladesh

'Can't wait to be home'

Says crewmember of MV Abdullah; vessel likely to reach Kutubdia tomorrow night

2h ago