এক ম্যাচে যতো রেকর্ড, কামিন্স বললেন ‘পাগলাটে’ ব্যাপার

sunrisers hyderabad pat cummins

এই ম্যাচ দেখে কারো মনে হচ্ছে হাইলাইটস দেখছি না তো।! কারো বিভ্রম ভিডিও গেইমস না তো! সোশ্যাল মিডিয়ায় এমন প্রতিক্রিয়া এসেছে অনেক। বোলাররা বল করছেন, হয় চার না হয় ছক্কা হচ্ছে। রাজীব গান্ধী স্টেডিয়ামের পাটা উইকেটে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে হয়েছে বিশ্বরেকর্ড, আইপিএল রেকর্ড। টি-টোয়েন্টিতে ৫২৩ রানের ম্যাচ জিতে প্যাট কামিন্স বলছেন, যা হয়েছে তা স্রেফ 'পাগলাটে' ব্যাপার।

আগে ব্যাট করে সানরাইজার্স করেছিল ২৭৭ রান। মনে হচ্ছিল ম্যাচ ওখানেই শেষ। বড় ব্যবধানেই হার নিশ্চিত মুম্বাইর। কিন্তু তারাও কম যায়নি। এক পর্যায়ে ম্যাচ জেতার কিঞ্চিত সম্ভাবনাও জাগিয়ে ফেলেছিল, পরে থেমেছে ২৪৬ রানে।

দুই দল মিলিয়ে রান হয়েছে ৫২৩। যা একটি বিশ্ব রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এত রানের ম্যাচ দেখেনি ক্রিকেট। এতে ভেঙে গেছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৫১৭ রানের রেকর্ড।

বিশ্ব রেকর্ড হয়েছে আরেকটি। দুই দল মিলিয়ে ছক্কা মেরেছে ৩৮টি। এর আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের প্রিমিয়ার লিগে। ২০১৮ সালে বালখ লেজেন্ডস ও কাবুল জাওয়ানের ম্যাচে ছক্কা হয়েছিল ৩৭টি।

বিশ্ব রেকর্ডই যেখানে হচ্ছে আইপিএল রেকর্ড তো হবেই। সেটা হয়েছে প্রথম ইনিংসে। রয়্যাল চ্যালেঞ্জার্সের ২৬৩ রানের সর্বোচ্চ ইনিংস ছাপিয়ে গেছে সানরাইজার্স।

ছক্কা বৃষ্টির ম্যাচ ৩১ রানে জিতে বেশ স্বস্তিতে আছেন কামিন্স। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সানরাইজার্স অধিনায়ক জানান পুরো ব্যাপারটাই পাগলাটে,  'একদম পাগলাটে ব্যাপার। বল খালি আকাশে উড়ছিলো। শুধু আমরা না তারাও মারছিলো। তারা যেদিকে চাচ্ছিলো বাউন্ডারি বের করে ফেলছিলো। কিন্তু আমরা শেষটা ভালো করতে পেরেছি।'

আলোচিত ম্যাচে ২৩ বলে ৬৩ করে ম্যাচ সেরা হয়েছেন সানরাইজার্সের অভিষেক শর্মা। ম্যাচ সেরার দাবিদার তাদের দলে ছিলেন আরও। ২৪ বলে ৬২ রান করে সুর বেধে দেন ট্রেভিস হেড। শেষ দিকে ৩৪ বলে ৮০ রান করে দলকে পাহাড়ে তুলেন হেনরিক ক্লাসেন। এদের বিস্ফোরণে এইডেন মার্কারামের ২৮ বলে ৪২ রানকে দেখাচ্ছে মামুলি ব্যাপার।

তবে মাঝের ওভারে অভিষেকই রেখেছেন বড় ভূমিকা। কামিন্সও মুগ্ধ তার ব্যাটিংয়ে, 'সত্যিই দারুণ। আইপিএলে অনেক চাপ নিয়ে খেলতে হয় আবার দারুণ স্বাধীনতাও আছে। আমরা অবশ্যই ২৭০ রানের জন্য খেলিনি কিন্তু ইতিবাচক ও আগ্রাসী থাকতে চেয়েছি। এটা খুব ভালো উইকেট ছিলো। এর থেকে যতটা নিতে পারি সেই লক্ষ্য ছিলো।'

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

2h ago