১ হাজার টাকায় মেট্রোরেলের ৭৫৮০ বর্গফুট ক্যান্টিন ভাড়া, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

মেট্রোরেল স্টেশনের ভেতরের অংশ। স্টার ফাইল ফটো

মেট্রোরেলের উত্তরা ডিপোতে ক্যান্টিন চালানোর জন্য মাসে মাত্র এক হাজার টাকায় ৭ হাজার ৫৮০ বর্গফুট জায়গা ভাড়া দেওয়ার বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

সড়ক ও জনপথ বিভাগের সচিবকে পুরো বিষয়টি অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

গত ১৪ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপনে মেট্রোরেলের ডিপোর ওই জায়গাটিতে স্টাফ ক্যান্টিন চালানোর জন্য ভাড়া দেওয়ার কথা জানায়।

এতে বলা হয়, মাসে ১ হাজার টাকায় খন্দকার এন্টারপ্রাইজকে ওই জায়গা ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আদালত আজ ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকার ও ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামী চার সপ্তাহের মধ্যে তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত।

মাসে মাত্র এক হাজার টাকায় মেট্রোরেলের জায়গা ভাড়া দেওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণও জানতে চেয়েছেন আদালত।

ডিএমটিসিএল প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ রিট আবেদন করেছিলেন।

আদালতে আইনজীবী তানভীর বলেন, এতখানি সরকারি জায়গা মাসে এক হাজার টাকায় খন্দকার এন্টারপ্রাইজকে ভাড়া দেওয়া খুবই অস্বাভাবিক ও বেআইনি।

আজ রিট আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

9m ago