কুমিল্লায় বিক্ষোভ

অবন্তিকার সহপাঠী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের গ্রেপ্তার দাবি

অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী (বায়ে) ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার 'আত্মহত্যা'র ঘটনায় দোষীদের বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে এই বিক্ষোভ হয়।

এসময় ফাইরুজ অবন্তিকার সহপাঠীসহ স্থানীয়রা বিক্ষোভে অংশ নেন। তারা অবিলম্বে অবন্তিকার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

অবন্তিকার সহপাঠীরা জানান, মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে অবন্তিকা তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে ধরেছেন। সেই অভিযোগ আমলে নিয়ে এই দুজনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।

ফাইরুজ অবন্তিকার সহপাঠীসহ স্থানীয়রা বিক্ষোভে অংশ নেন। ছবি: স্টার

বিক্ষোভে উপস্থিত কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, 'এ মৃত্যু অনভিপ্রেত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাই এর জন্য দায়ী। প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।'

এদিকে, আজ বিকেল ৩টায় কুমিল্লা সরকারি কলেজে জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে অবন্তিকাকে সমাহিত করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।

 

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago