গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিদুর্ঘটনায় দগ্ধ দুজন মারা গেলেন।

আজ শনিবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন মনসুর আকন (৩২)। তিনি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মনসুর আকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।

তিনি জানান, মনসুর আকনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

মনসুর আকনের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মনসুরের স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন।

এই আগুনের ঘটনায় দগ্ধ সোলায়মান মোল্লা (৪৫) গতকাল সকালে মারা যান।

এ ছাড়া, আজিজুল নামে আহত একজনকে ছুটি দেওয়া হয়েছে এবং বাকি ২৯ জন বর্তমানে ভর্তি আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

 

Comments

The Daily Star  | English

Khaleda departs for London

The air ambulance ferrying the former prime minister departed from Hazrat Shahjalal International Airport at 11:47pm

4h ago