আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমল

আইএমএফ, বাংলাদেশের রিজার্ভ, রিজার্ভ, বাংলদেশ ব্যাংক,
রয়টার্স ফাইল ফটো

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) মাধ্যমে আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা- এই আটটি দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেনের অর্থ পরিশোধের চুক্তি হলো আকু।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়ালের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ মার্চ পর্যন্ত রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার, তবে আমদানি বিল পরিশোধের পর বুধবার তা ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর আগে এ বছরের ১৪ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়, বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের রিজার্ভে যার প্রভাব পড়েছে।

অন্যদিকে বাংলাদেশের ডলার আয়ের সবচেয়ে বড় দুই উৎস রপ্তানি ও প্রবাসী আয় প্রত্যাশার চেয়ে কম এসেছিল, যদিও এ বছরের ফেব্রুয়ারিতে উভয় খাতে বড় ধরনের উন্নতি হয়েছে।

কিছু ব্যাংক উচ্চ বিনিময় হার দেওয়ায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩৯ শতাংশ বেড়ে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আট মাসের মধ্যে সর্বোচ্চ।

তবে, প্রবৃদ্ধি এখনো কম। বিশ্লেষকরা মনে করছেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর কারণে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে না। সাধারণত অফিসিয়াল চ্যানেলের তুলনায় হুন্ডিতে বিনিময় হার বেশিসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়।

এদিকে ফেব্রুয়ারিতে রপ্তানি আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেড়ে ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে আমদানি ৭ দশমিক ৯৪ শতাংশ কমে ৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Regulating online hate speech 'not censorship': UN rights chief

Instead, Meta platforms including Facebook and Instagram, 'would use community notes similar to X (formerly Twitter), starting in the US'

24m ago