পিকআপ ভ্যান চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে বিক্ষোভ করেন প্রায় ১৫০০ পরিচ্ছনতাকর্মী। ছবি: সংগৃহীত

পিকআপ ভ্যানের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম (৪৫) সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন।

সহকর্মীরা জানান, ভোরে আমেনা দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলী-দ্বীপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে ওঠার সময় বেপরোয়া গতির মাটিভর্তি একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে রাস্তার নিচের খাদে পড়ে যায় আমেনা।

গাড়িটি মাটি ভর্তি করে ঢাকা আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে।

দূর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে প্রতিবাদ জানায়। এসময় রাস্তার দুই পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও পরিচ্ছন্নতাকর্মীরা বলছিলেন তাদের ঝুঁকিভাতাসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। অপ্রীতিকার ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলীতে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে আশ্বাস বাস্তবায়নের কথা জানালে শ্রমিকেরা রাস্তা ছেড়ে যায়।

Comments

The Daily Star  | English
Concerns about the international crimes tribunals act amendment

Amended ICT law to allow trial of security personnel

The newly amended International Crimes (Tribunals) Act will allow for the prosecution of members of the army, navy, air force, police, Rapid Action Battalion, Border Guard Bangladesh and all intelligence agencies.

3h ago