৮ বিভাগে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

মৌসুম শেষ হয়ে গেলে ফল ও সবজি চড়া দামে কিনতে হয় ভোক্তাদের। এসব পণ্য বছরব্যাপী ক্রেতাদের সাধ্যের নাগালে রাখতে দেশের আটটি বিভাগে সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মাহবুব হোসেন জানান, দেশের আটটি বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে করে বিভিন্ন পণ্য মৌসুমের বাইরেও ভোক্তারা সহনশীল দামে কিনতে পারেন। অতি উন্নত মানের সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংরক্ষণাগারে যেসব পণ্য রাখা হবে সেসবের প্রতিটি পণ্যের জন্য পৃথক পৃথক তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা যেন রাখা হয়, সেই নির্দেশও দিয়েছেন সরকার প্রধান।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন কৃষিভিত্তিক সমবায় গড়ে তুলতে কৃষি মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধামন্ত্রী।

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারি কর্মচারীদের ইফতার পার্টি আয়োজন না করতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এবার সবার প্রতি সরকার প্রধান অনুরোধ করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago