মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

রোববার রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। 

এ প্রতিবেদন তৈরি পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে, রাত সোয়া ১২টার দিকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে কাজাং স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। 

নিহতদের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নিতে মালয়েশিয়ান পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for two hours between 12pm and 2pm

36m ago