মন্ত্রিসভা সম্প্রসারণ: ডাক পেলেন নজরুল ইসলাম চৌধুরী, অন্য যারা আলোচনায়

গত বুধবার সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে দেওয়া হতে পারে।
নজরুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

টানা তিনবারের সংসদ সদস্য, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী শেখ হাসিনার মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তার জন্ম ১৯৫২ সালে, পেশায় ব্যবসায়ী। আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টেলিফোনে মন্তব্য জানতে চাইলে নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আজ শুক্রবার সন্ধ্যায় আমাকে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।'

দীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকা নজরুল ইসলাম বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আমরা সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।'

মন্ত্রিসভায় নতুন সদস্যদের সংখ্যা ৭ থেকে ৯ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুনদের দুই-একজন টেকনোক্র‍্যাট সদস্য যুক্ত হতে পারেন। এরই মধ্যে কিশোরগঞ্জের এক সাবেক সরকারি কর্মকর্তার নির্বাচনী এলাকায় তার কর্মী-সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন বলে জানা গেছে। যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি।

আলোচনায় যে নারীরা

গত বুধবার সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সংরক্ষিত নারী আসনের এমন এক সংসদ সদস্য ডেইলি স্টারকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সন্ধ্যার সময় তো শপথ অনুষ্ঠান হওয়ার কথা, তখনই সব জানতে পারবেন, কোন দপ্তর দেওয়া হবে এখনো জানি না।'

ডাক্তার রোকেয়া সুলতানা, শামসুন্নাহার চাপা, ওয়াসিকা আয়েশাসহ কয়েকজনের নাম আলোচনায় আছে বলে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রগুলো বিভিন্ন জায়গায় আভাস দিয়েছেন।

এদের মধ্যে শুক্রবার সকালে ডাক্তার রোকেয়া সুলতানার মন্তব্য জানতে চাইলে, কথা শেষ না করেই ফোন লাইন কেটে দেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ৩৭ সদস্যের মন্ত্রিসভা দায়িত্বপালন করছেন। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

Comments