১৫ লাখ ডলার বিনিয়োগ পেল ‘আপন বাজার’

আপন বাজারের কর্মকর্তাদের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: প্রেস রিলিজ থেকে সংগৃহীত
আপন বাজারের কর্মকর্তাদের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: প্রেস রিলিজ থেকে সংগৃহীত

১৫ লাখ ডলার বিদেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি ই-কমার্স প্রতিষ্ঠান 'আপন বাজার।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ভিলেজ ক্যাপিটাল, স্টার্টআপ বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান থেকে এই বিনিয়োগের অর্থ এসেছে।

আপন বাজারের প্রধান নির্বাহী সাইফ রশিদ জানান, এই বিনিয়োগ আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও বাংলাদেশের শিল্প শ্রমিকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি আরও উন্নত করার প্রত্যয়কে আরও বলিষ্ঠ করবে।

প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের শিল্প শ্রমিকদের সুবিধার জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২০১৭ সালে 'আপন বাজার প্রতিষ্ঠিত হয়।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন নাফিসা ইসলাম মেঘা

 

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

14h ago