আপিল খারিজ, বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের সাজা বহাল

dig mizan
বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। ফাইল ছবি

জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাত মামলায় পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে দেওয়া ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। 

আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মিজানুর রহমানের করা আপিল খারিজ করে দেন।

মিজানুর রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক দ্য ডেইলি স্টারকে বলেন, তার মক্কেল যদি চান তাহলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হবে।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর হাইকোর্ট কোন গ্রাউন্ডে রায় দিয়েছে তা জানা যাবে জানিয়ে তিনি বলেন, তার মক্কেলকে ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, কারণ পৃথক অভিযোগে তার ছয় বছর, তিন বছর ও পাঁচ বছরের (মোট ১৪ বছর) কারাদণ্ড একই সঙ্গে চলবে।

দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

গত বছরের ২১ জুন এ মামলায় মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

Comments

The Daily Star  | English

Yunus lands in Chattogram for day-long visit

He landed at Shah Amanat International Airport at 9:22am

1h ago