‘পুলিশ সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিনি ছয় দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এ বছর রেকর্ড ৪০০ পুলিশ ও র্যাব সদস্যকে সম্মানজনক পুলিশ পদকও তুলে দেন।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত পুলিশ ও র্যাব সদস্যদের সাহসিকতা, অপরাধ মোকাবিলা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, সততা, শৃঙ্খলা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ৯৫ সদস্য বিপিএম (সেবা) ও ২১০ জন পিপিএম (সেবা) পুরস্কার পাবেন।
প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং সালাম গ্রহণ করেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পুলিশ বাহিনী বর্ণাঢ্য এই কুচকাওয়াজ করেছে।
Comments