বিপিএল যখন দেখি, মাঝে মাঝে টিভি বন্ধ করে ফেলি: হাথুরুসিংহে

Chandika Hathurusingha
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

দেশের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএলের মান, পদ্ধতি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ কোনো রাখঢাক না করেই বললেন, টুর্নামেন্টটির খেলা দেখার সময় বিরক্ত হয়ে মাঝে মাঝে টেলিভিশন বন্ধ করে দেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসে ঘরের মাঠে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ থাকায় ছুটি কাটিয়ে সম্প্রতি বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে। রোববার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের নানা অসঙ্গতি তুলে ধরেছেন এই লঙ্কান।

বাংলাদেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টিতে বিশ্বমানে উন্নীত করতে বিপিএলের ভূমিকা দেখছেন না হাথুরুসিংহে, 'আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝে মাঝে আমি টিভি বন্ধ করে ফেলি। কিছু কিছু খেলোয়াড়ের মান কাঙ্ক্ষিত পর্যায়ের না।'

নামী কোনো বিদেশি খেলোয়াড় এবারের বিপিএলে পুরো মৌসুম খেলছেন না। তাদের আসা-যাওয়া প্রধান কোচের কাছে সার্কাসের মতো লাগছে, 'চলমান পদ্ধতিটি নিয়ে আমার বড় একটি প্রশ্ন আছে। আইসিসির এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। কিছু নিয়ম অবশ্যই থাকা উচিত। একজন খেলোয়াড় এখন একটা টুর্নামেন্ট খেলছে, এরপর আবার আরেকটা। এটা সার্কাসের মতো। খেলোয়াড়রা তাদের সুবিধার কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।'

স্থানীয়দের শেখার জন্য জন্য আরও বেশি সুযোগ চাইছেন তিনি, 'আমাদের একটি টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়রা শীর্ষ তিনে ব্যাটিংয়ের মতো কিছু করতে পারবে... বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে আমরা কোথা থেকে এসব শিখব? আমাদের এই একটিই টুর্নামেন্ট।'

ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের মান এমন হলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ কীভাবে ভালো করবে সেই প্রশ্ন রেখেছেন হাথুরুসিংহে, 'আমার পরামর্শ হলো, বিপিএলের আগে আমাদের আরেকটা টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজিরা তাদের যা ইচ্ছা সেটাই করে। অনেক ভালো খেলোয়াড় খেলতে পারছে না। তাহলে কীভাবে প্রত্যাশা করেন বাংলাদেশ অন্য দলগুলোর মতো ভালো করবে? আমি একটি কঠিন যুদ্ধ করছি।'

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

9h ago