অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় দেশসেরা শিল্প-স্থাপনার স্বীকৃতি বিএম কনটেইনার ডিপোর

স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেফটি এক্সিলেন্স চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।
স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেফটি এক্সিলেন্স চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। ছবি: সংগৃহীত

শিল্প বিভাগে দেশের সেরা অগ্নি নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন শিল্প-স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপো লিমিটেড।

'নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪' এ ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) বিএম কনটেইনার ডিপো লিমিটেডকে এই স্বীকৃতি দেয়।

গত সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেফটি এক্সিলেন্স চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অথরিটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী উপস্থিত ছিলেন।

ইসাব চারটি বিভাগে—আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প-আরএমজি এবং শিল্প-অন্যান্য—নিরাপত্তা শ্রেষ্ঠত্ব পুরস্কার ঘোষণা করে।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

3h ago