সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: চমেক হাসপাতালে আরও একজনের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ৩ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাসুদ রানা (৩৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদ রানা নামে ওই ব্যক্তির শ্বাসনালী পুড়ে গিয়েছিল। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথম দিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।

সূত্র জানিয়েছে, মাসুদ রানার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামে।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণে মৃতের সংখ্যা ৪৪ জনে দাঁড়াল।

Comments

The Daily Star  | English

Top criminals on extortion spree

A climate of fear permeates businesses in Dhaka. Contractors in the construction sector are being forced to pay or stop work under threat, while businesspeople in other sectors are targeted with abduction or attacks

1h ago