যশোরে পৌর কাউন্সিলরের নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ

আহত এসআই আবু বক্কর। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলা সদরে পৌরসভা গেটের সামনে পুলিশের ওপর পৌর কাউন্সিলরের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত এসআই আবু বক্কর মণিরামপুর থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্বরত।
 
পুলিশ জানায়, হামলার ঘটনায় আটজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় আজ মঙ্গলবার সকালে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আহত এসআই আবু বক্কর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মনিরামপুর বাজারে পৌর কাউন্সিলর বাবুল ও আদমের নেতৃত্বে শতাধিক লোক মোশারফ হোসেন নামে এক শাড়ি ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে, এমন খবর পেয়ে মণিরামপুর থানার ওসির নির্দেশে ঘটনাস্থলে যাই। এসময় বাবুলসহ অন্যরা আমার ওপর সন্ত্রাসী হামলা চালায়।'

এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে জানিয়ে এসআই বলেন, 'হামলার ঘটনায় যারা জড়িত, তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।'
 
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'হামলার ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতি করেন।' 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago