টেলিটকের কাছে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ে বিটিআরসিকে নির্দেশ

টেলিটক, বিটিআরসি, জুনাইদ আহমেদ পলক,

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ ৫৩০০ কোটি টাকা পাওনা আদায়ের জন‌্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

জুনাইদ আহমেদ পলক, 'টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে  টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে একটিভ শেয়ার কার্যকর করতে হবে।

'এতে বিটিএসে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি  ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

21m ago