‘রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে, উদারতা দেখানোর আর সুযোগ নেই’

সেতু ভবনে ব্রিফ করেন ওবায়দুল কাদের। ছবি: স্টার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'এখন রোহিঙ্গাদের প্রতি উদারতা দেখানোর আর কোনো সুযোগ নেই।'

মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা যাতে আমাদের এখানে সমস্যা সৃষ্টি না করে সেজন্য চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি।

বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে একটি সড়ক নিরাপত্তা প্রকল্পের বিষয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সেতু ভবনে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

সেসময় ওবায়দুল কাদের বলেন, 'রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইবো?'

Comments

The Daily Star  | English

US trade court blocks tariffs in major setback for Trump

The opinion marks a significant setback to the Republican leader

19m ago