বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা

রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। ছবি: স্টার

৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা।

আজ রোববার মোনাজাত শেষে উত্তরা, আবদুল্লাহ পুর, টঙ্গী, স্টেশন রোড ও আশেপাশের সড়ক-অলি-গলিগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সকালে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীতে তুরাগ নদের তীরে ছুটে চলেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় সবাই পায়ে হেঁটেই পৌঁছানোর চেষ্টা করেন।

আখেরি মোনাজাত শেষে টঙ্গী ও জয়দেবপুর রেলস্টেশনে তিলধারণের ঠাঁই নেই। আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেন ও ইজতেমার বিশেষ ট্রেন কানায় কানায় পূর্ণ। ট্রেনে উঠেছে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী। কেউ বা উঠেছেন ছাদে কেউ কেউ ট্রেনের ইঞ্জিনে চড়েছেন জীবনের ঝুঁকি নিয়ে।

সকাল সাড়ে ৯টায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হওয়ার পর গাজীপুরের বিভিন্ন সড়ক ও রেলপথে মুসল্লুদের বাড়ি ফেরার এমন চিত্র দেখা যায়। এবার ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। এর আগে বাদ ফজর হেদায়তি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯ টা থেকে ৯টা ২৩ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago