ক্রাইম-কমেডি থ্রিলার ‘টিকিট’ আসছে আগামীকাল
ভিকি জাহেদ পরিচালিত ওয়েবসিরিজ 'টিকিট' আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে দেখা যাবে চরকিতে।
নাজিম উদ্দিনের লেখা গল্পের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
ছয় পর্বের ক্রাইম-কমেডি থ্রিলার এই সিরিজে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, জয়রাজ, বাদল শহিদ, একে আজাদ সেতু প্রমুখ।
পরিচালক ভিকি জাহেদ বলেন, 'স্যাটায়ার ও ডার্ক কমেডি আমার খুব পছন্দের একটা জনরা। কাজ নিয়ে খুবই এক্সাইটেড। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তীতে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং।'
তিনি আরও বলেন, 'আমার কাজ দেখেন বা না দেখেন, সবারই এই কাজটা দেখলে ভালো লাগবে। ওটিটির সব কনটেন্টের মধ্যে "টিকিট" ভিন্ন কিছু হবে।'
সিয়াম আহমেদ বলেন, 'এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল। তবে ভিকি ভাই খুবই কনফিডেন্ট ছিলেন, সাহস দিয়েছেন। উনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি।'
'চরিত্রের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। টিকিট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্লট। সিরিজের প্রতিটা চরিত্র ডিফারেন্ট,' বলেন তিনি।
সাফা কবির বলেন, 'এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। সেইসঙ্গে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর এই চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।'
সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন সুমন সরকার। সম্পাদনায় ছিলেন জোবায়ের আবীর পিয়াল, আর কালার গ্রেডিং করেছেন আশরাফুল আলম।
মিউজিক করেছেন শাহরিয়ার মার্সেল, সাউন্ড ডিজাইন করছেন শৈব তালুকদার, ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অর্ণব হাসনাত।
Comments