দীর্ঘ অপেক্ষার পরেও মেট্রোরেলে উঠতে পারছেন না অনেকে

দীর্ঘ অপেক্ষার পরেও মেট্রোরেলে উঠতে পারছেন না অনেকে
আগারগাঁ স্টেশনের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি: প্রবীর দাশ/স্টার

মেট্রোরেলে ভ্রমণের জন্য ভোর থেকেই স্টেশনের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। টিকিট না পেয়ে অনেক যাত্রী ফিরে গেছেন।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই আগারগাঁও ও উত্তরার নর্থ স্টেশনের বাইরে দীর্ঘ লাইন। অনেকে স্টেশনের ভেতরেই প্রবেশ করতে পারেননি। যারা স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারছেন, তারা আবার টিকিট কাটতেও কিছু জটিলতার সম্মুখীন হচ্ছেন।

মো. সোহেল সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে লাইনে দাঁড়ান। তার সামনে থাকা ৪০০-৫০০ জন কেউ স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারেননি। মেট্রোরেলে ভ্রমণের সুযোগ না পেয়ে আপেক্ষ নিয়ে ফিরে যেতে হয়েছে।

নর্থ স্টেশনের সামনে দীর্ঘ। লাইন। ছবি: প্রবীর দাশ/স্টার

আক্ষেপ করে সোহেল বলেন, 'স্বপ্ন ছিল আজ ছুটির দিনে মেট্রোরেলে উঠবো। কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো না। প্রায় ৩ ঘণ্টা লাইনে থেকেও স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারলাম না। জানি না কবে পূরণ হবে।'

নর্থ স্টেশনে লাইনে দাঁড়ানো সায়মা খাতুন বলেন, 'আমি ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে যাচ্ছি। ভেতরে ঢুকতে পারিনি। বন্ধ হয়ে গেছে।'

আগারগাঁও স্টেশনে মেট্রোরেলে ভ্রমণ করতে আসা শারমিন আক্তার বলেন, 'এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর মেশিনে যখন ত্রুটি দেখা দেয়, তখন আবার নতুন করে অপেক্ষা করা কষ্টকর।'

ছবি: প্রবীর দাশ/স্টার

ব্যবসায়ী কামরুজ্জামান পরিবারকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করেত আসেন। তিনি বলেন, 'পরিবারকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পেরে আমি অনেক খুশি এবং আমার পরিবারের সবাইও অনেক খুশি।'

রায়হান চৌধুরী বলেন, 'অনেক কষ্ট করে আগারগাঁও থেকে দিয়াবাড়ী যাওয়ার টিকিট সংগ্রহ করেছি। মেট্রোরেলে উঠার যে ইচ্ছে তা পূরণ হয়েছে। তবে দিয়াবাড়ী স্টেশন থেকে টিকিট কেটে আজকে আর ফিরতে পারবো না। তাই ভোগান্তি বেড়ে যাবে।'

ছবি: প্রবীর দাশ/স্টার

শিমু আক্তার বলেন, 'অনেক বাধাবিপত্তি পেরেয়ি টিকিট পেয়েছি। অনেক কষ্ট হয়েছে টিকিট পেতে। তবে মেট্রোরেলে উঠার পর সন্তানদের যে উচ্ছ্বাস তা দেখে সব কষ্ট ভুলে গেছি।'

মেট্রোরেলে প্রথম বগিটি নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

NBR revises VAT, SD on 9 items following public outcry 

NBR said it has slashed VAT on ready-made clothes, restaurants, sweets, non-AC hotels and motor workshops and mostly restored to the previous levels

59m ago