ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা

দক্ষিণ ভারতীয় সিনেমা, বলিউড, প্যান ইন্ডিয়া,
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জন্য জানুয়ারি মাসটি বেশ ইতিবাচক ছিল। বক্সঅফিসে ভালো করেছে আয়লান ও ক্যাপ্টেন মিলার। সিলেবাসের বাইরে থাকা হনুমান যেন পুরো ভারতে ঝড় তুলেছিল। সিনেমাটি মহেশ বাবুর গুন্টুর কারামকেও কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছিল। জানুয়ারির শেষের দিকে ‍মু্ক্তি পেয়েছিল মোহনলালের মালাইকোট্টাই ভালিবান, যা দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

এত গেল জানুয়ারির কথা, কিন্তু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য ফেব্রুয়ারি মাসে কী কী অপেক্ষা করছে? সে তথ্যই জেনে নিন এই লেখাতে।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
অম্বাজিপেটা ম্যারেজ ব্যান্ড। ছবি: সংগৃহীত

অম্বাজিপেটা ম্যারেজ ব্যান্ড, ২ ফেব্রুয়ারি

অম্বাজিপেটা ম্যারেজ ব্যান্ড হলো একটি তেলেগু সিনেমা। যেখানে সুহাস ও শিবানী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি একটি গ্রামের পটভূমিতে নির্মাণ করা হয়েছে। এখানে পরিচালক দুষ্যন্ত কাটিকানেনির জীবনের বাস্তব ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। দুষ্যন্ত কেয়ার অব কাঞ্চরাপালেম সিনেমাতে ভেঙ্কাটেশ মহার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
যাত্রা টু। ছবি: সংগৃহীত

যাত্রা টু, ৮ ফেব্রুয়ারি

২০১৯ সালের সুপারহিট সিনেমা যাত্রার সিক্যুয়েল যাত্রা টু। এবারের পর্বে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির গল্প তুলে ধরা হবে, যেখানে জগনের ভূমিকায় অভিনয় করবেন জিভা। এছাড়া অন্ধ্র প্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির ভূমিকায় অভিনয় করবেন মামুট্টি। সিনেমাটি এমন এক সময়ে মুক্তি পেতে চলেছে যখন অন্ধ্র প্রদেশে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
লাল সালাম। ছবি: সংগৃহীত

লাল সালাম, ৯ ফেব্রুয়ারি

লাল সালাম একটি তামিল স্পোর্টস সিনেমা, যেখানে মইদ্দিন ভাই চরিত্রে একটি বর্ধিত ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার রজনীকান্ত। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল ও বিক্রান্ত। লাল সালামের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত। আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে লাল সালাম।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
ঈগল। ছবি: সংগৃহীত

ঈগল, ৯ ফেব্রুয়ারি

তেলেগু অ্যাকশন থ্রিলার ঈগল। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা, কাব্য থাপার ও অনুপমা পরমেশ্বরন। কার্তিক গাট্টামনেনি পরিচালিত সিনেমাটিতে রবি তেজাকে নতুন অবতারে দেখা যাবে।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
আনওয়েশিপিন কান্দেথুম। ছবি: সংগৃহীত

আনওয়েশিপিন কান্দেথুম, ৯ ফেব্রুয়ারি

আনওয়েশিপিন কান্দেথুম একটি মালায়ালাম ভাষার রহস্য থ্রিলার। সিনেমাটিতে টোভিনো থমাসকে একজন তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। আনওয়েশিপিন কান্দেথুমে সিদ্দিক, ইন্দ্রানস ও বিজয়কুমারের মতো প্রবীণ অভিনেতারাও অভিনয় করেছেন।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
ওরু পেরু ভৈরবাকোনা। ছবি: সংগৃহীত

ওরু পেরু ভৈরবাকোনা, ৯ ফেব্রুয়ারি

ওরু পেরু ভৈরবাকোনা পরিচালক ভি আনন্দের তেলেগু ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার-থ্রিলার। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষাণ ও বর্ষা বোল্লাম্মা। আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ঈগলের প্রযোজকরা ৯ ফেব্রুয়ারি কেবল ঈগলের মুক্তি নিশ্চিত করতে তেলেগু ফিল্ম চেম্বারের সঙ্গে বৈঠক করছেন। এখনো তার আপডেট তথ্য জানা যায়নি।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
ব্রহ্মায়ুগাম। ছবি: সংগৃহীত

ব্রহ্মায়ুগাম, ১৫ ফেব্রুয়ারি

ব্রহ্মায়ুগাম মালয়ালম ভাষার হরর-থ্রিলার সিনেমা। যেখানে মন ছুঁয়ে যাওয়া অশুভ অবতারের ভূমিকায় অভিনয় করেছেন মামুট্টি। সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল সদাশিবন, যিনি ২০২২ সালের সাড়া জাগানো ও গাঁ হিম করা ভূতাকালাম পরিচালনা করেছিলেন। ব্রহ্মায়ুগাম ২০২৪ সালের অন্যতম প্রত্যাশিত মালায়ালাম সিনেমা। আগামী ১৫ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে প্রস্তুত।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
অপারেশন ভ্যালেন্টাইন। ছবি: সংগৃহীত

অপারেশন ভ্যালেন্টাইন, ১৬ ফেব্রুয়ারি

ফাইটারের পর এবার অপারেশন ভ্যালেন্টাইন সিনেমাতে ভারতীয় সেনার আকাশ শক্তির প্রদর্শন করা হবে। অপারেশন ভ্যালেন্টাইন একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ তেজ ও মানুশি চিল্লার। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন শক্তি প্রতাপ সিং হাদা।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
সাইরেন। ছবি: সংগৃহীত

সাইরেন, ১৬ ফেব্রুয়ারি

সাইরেন একটি তামিল ভাষার অ্যাকশন-ড্রামা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ম রবি, কির্তি সুরেশ ও অনুপমা পরমেশ্বরন। এখন প্রাক্তন অ্যাম্বুলেন্স চালকের অপরাধী হয়ে ওঠার গল্প বলা হবে। তার সঙ্গে অন্যায় করা ব্যক্তিদের ওপর প্রতিশোধ নেওয়ার দৃশ্যই পর্দায় দেখানো হবে।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
ভিমা। ছবি: সংগৃহীত

ভিমা, ১৬ ফেব্রুয়ারি

গোপিচাঁদ ও আলোচিত কন্নড় পরিচালক হর্ষের প্রথম সিনেমা ভিমা। তিনি এর আগে বেদা ও বজরঙ্গি টু এর মতো সিনেমা পরিচালনা করেছেন। সালার ও কেজিএফ সংগীত পরিচালক রবি বাসরুর এই সিনেমাটির সংগীত রচনা করেছেন। ভিমায় গোপিচাঁদকে একজন কঠোর পুলিশের চরিত্রে দেখা যাবে।

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে যেসব দক্ষিণি সিনেমা
যথভাবা। ছবি: সংগৃহীত

যথভাবা, ২ ফেব্রুয়ারি

কন্নড় ভাষার সিনেমা যথভাবা আগামী ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন গৌতম বাসভরাজু। সিনেমাটি আছেন- এইচ জি দত্তাত্রেয়, সাহানা সুধাকারা, গৌথাম সুধাকরসহ অন্যরা। সিনেমাটি মানুষের আবেগ ও সম্পর্কের জটিলতা নিয়ে খেলবে।

Comments

The Daily Star  | English

Public admin reforms: Cluster system may be proposed for ministries

The Public Administration Reform Commission is likely to recommend reducing the number of ministries and divisions to 30 from 55 to improve coordination and slash the government’s operational cost.

8h ago