হজ নিবন্ধনের সময়সীমা তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: এএফপি

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট টাকা ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় প্রদত্ত টাকা ফেরত পাওয়া যাবে না।

গত ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত।

এরপর দুই ধাপে হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়।

পুনরায় তৃতীয় ধাপে এই সময়সীমা ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকলেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago