ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ, স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া

ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি: স্টার

ঘন কুয়াশার কারণে আজ রোববার রাত পৌনে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য জানান।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি রোকেয়া।'

তিনি আরও বলেন, 'মানিকগঞ্জের আরিচা ঘাটে নোঙর করে রয়েছে ফেরি সুফিয়া ও শাহ আলী এবং পাবনার কাজিরহাটে রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।'

তবে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

12h ago