সিয়াম-সাফা কেন এই লুকে

টিকিটি ওয়েব সিরিজে সিয়াম আহমেদ ও সাফা কবির। ছবি: সংগৃহীত

নতুন এক ওয়েব সিরিজে ভিন্ন লুকে আসছেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সাফা কবির।

শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে 'টিকিট' নামের সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এই সিরিজে আরও আছেন মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদসহ অনেকেই।

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন, 'এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা ঠিক কতখানি করতে পারব সেটা নিয়ে বেশ সংশয়ে ছিলাম। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। তার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি। টিকিট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্লট। সিরিজের প্রতিটা চরিত্র ডিফারেন্ট।'

সাফা কবির বলেন, 'এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সঙ্গে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্রটি করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ভিকি ভাইয়ার গল্পসহ কাজের ভক্ত আমি। আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। এই সিরিজে আমাকে ভিন্নভাবে দেখবেন।'

পরিচালক ভিকি জাহেদ বলেন, 'টিকিট আমার জন্য এক ইউনিক অভিজ্ঞতা। গল্পটা খুবই ইন্টারেস্টিং। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের একটা জনরা। সিরিজের অভিনেতাদের সঙ্গে আগেও কাজ করেছি। নতুন অভিজ্ঞতা ছিল সিয়ামের সঙ্গে কাজ করা। দর্শকরা সিয়াম, সাফা ও মনোজকে একদম নতুনভাবে দেখবেন এই সিরিজে।'

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

35m ago