গফরগাঁওয়ে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিহত হারুনুর রশিদ হারুন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হারুনুর রশিদ হারুন (৫৫) পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন বলে গফরগাঁও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক নিশ্চিত করেছেন।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের এক সমর্থক তাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নই।' 

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক রুবেল (৩৫) একই ইউনিয়নের নেওকা গ্রামের বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হারুনুর রশিদ হোমিও চিকিৎসক ছিলেন। দুপুরে তিনি গয়েশপুর বাজারে নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। 

হঠাৎ রুবেল মিয়া সেখানে গিয়ে তাকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করে বলে স্থানীয়রা জানায়।

এ ঘটনার পর রুবেলের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। পরে পাগলা থানার পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি মোহাম্মদ খাইরুল আলম ডেইলি স্টারকে বলেন, 'হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।'

Comments

The Daily Star  | English
chief adviser muhammad yunus speech

Signs of conspiracies by defeated forces becoming evident: CA

Political parties must make their unity against fascism more visible, says Yunus

51m ago