আজও সূর্যের দেখা নেই, ৩ কারণে বেড়েছে শীতের তীব্রতা

আজও সূর্যের দেখা নেই, ৩ কারণে বেড়েছে শীতের তীব্রতা
ঘন কুয়াশায় কমে এসেছে দৃষ্টিসীমা। ট্রেন চালুর আগে জানালা দিয়ে উঁকি দিয়ে সামনে দেখছেন চালক (লোকোমাস্টার)। ছবিটি গতকাল সকালে তোলা | ছবি: আনিসুর রহমান/স্টার

সারা দেশে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। আজ রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

এছাড়া তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক আট এবং রাজশাহী ও চুয়াডাঙ্গায় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ। আজ তাপমাত্রা বাড়ার পাশাপাশি আদ্রতা বেড়ে ৯৩ শতাংশ হয়েছে।

যোগাযোগ করা হলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সারা দেশেই ঘন কুয়াশা রয়েছে। দুপুরে কিছু কিছু জায়গায় কুয়াশা কেটে যেতে পারে।'

তিন কারণে ঠান্ডার অনুভূতি বেড়েছে জানিয়ে তিনি বলেন, 'দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পার্থক্য মাত্র তিন ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি।

'দ্বিতীয় কারণ উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের প্রবাহ বেড়েছে এবং ভূপৃষ্ঠ থেকে উপরে ঘন কুয়াশায় আস্তর তৈরি হওয়ায় সূর্যের আলো আসছে না; ফলে দিনের তাপমাত্রা সেভাবে বাড়ছে না—এই তিন কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে,' বলেন তিনি।

কবির বলেন, 'রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। কেননা রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে।'

সপ্তাহের শেষে বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে বলেও জানান তিনি।

এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ডেইলি স্টারকে জানিয়েছেন, 'ঘন কুয়াশার কারণে গত রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেয়ে দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। আজ সকাল সাড়ে ৯টার পরে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করে।'

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে দৃষ্টিসীমা ২০০ মিটার থাকায় উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। প্রথম ফ্লাইট সকাল সাড়ে ৯টায় ল্যান্ড করার কথা ছিল।'

তিনি বলেন, 'কুয়াশার কারণে গতকাল ফ্লাইট পাঁচ ঘণ্টা ডিলে হয়েছিল। দুপুর আড়াইটায় ফ্লাইট চালু হয়। পরিস্থিতির উন্নতি হলে আবার উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

6h ago