জাপা এমপিদের শপথ, দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বিক্ষোভ
জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা যখন আজ সংসদে শপথ নিচ্ছিলেন তখন বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলীয় প্রধান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেক নেতাকর্মী।
জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে পরাজয়ের জন্য জিএম কাদেরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সারাদেশ থেকে দলের কয়েকশ নেতাকর্মী জড়ো হন।
তিনি বলেন, জিএম কাদের ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর ব্যর্থ নেতৃত্বের কারণে এবারের নির্বাচনে জাপার শোচনীয় পরাজয় হয়।
তিনি আরও বলেন, আমরা এখানে জিএম কাদের ও চুন্নুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি।
বিক্ষুব্ধ জাপা সদস্যরা চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এর আগে বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন কয়েকশ জাপা নেতাকর্মী।
দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপা পেয়েছে মাত্র ১১টি আসন। এটি ১৯৯১ সালের পর সবচেয়ে খারাপ ফলাফল দলটির।
Comments