রাজপথের মতো সংসদেও ভূমিকা রাখব: ব্যারিস্টার সুমন

রাজপথের মতো সংসদেও ভূমিকা রাখব: ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

রাজপথের মতো সংসদেও ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পরে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, 'আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।'

এসব কাজে কি চ্যালেঞ্জ থাকবে, জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা-দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে, তাহলে আমি অনেকটুকু পাড়ি দিতে পারব।

আপনার নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ার পর কেমন মনে হচ্ছে, জানতে চাইলে সুমন বলেন, এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দিবে। কিন্তু আমার সঙ্গে ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। আমি মনে করছি, আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

1h ago