জাল ভোট: শামীম ওসমানের দুই কর্মীর দুই বছরের জেল

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পক্ষে নৌকায় জাল ভোট দিতে গিয়ে আটক দুই কর্মীকে দুই বছরের জেল দিয়েছে আদালত।

রোববার বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন ওই দুই যুবক। পরে তাদের কারাদণ্ড প্রদান করেন আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথী।

রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মো. ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তারা স্থানীয়ভাবে শামীম ওসমানের কর্মী বলে পরিচিত।

নির্বাচনী মামলায় ওই দুই ব্যক্তিকে একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্বাচনী মাঠে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করায় নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকেও দুই বছরের সাজা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আলমগীর সিকদার লোটনের এক সমর্থককে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় একই দণ্ড প্রদান করেন পৃথক দুই বিচারিক আদালত।

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

7m ago