দুবাইয়ে কর্মস্থলে দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

জাকারিয়া আহমেদ পাভেল। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কারখানায় কর্মস্থলে দুর্ঘটনায় এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন।

নিহত জাকারিয়া আহমেদ পাভেল (২৪) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের বাসিন্দা ছিলেন।

গত শুক্রবার কর্মস্থলে পণ্য ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের স্বজন শেখ বদরুল ইসলাম জানান, 'পাভেল দুবাইয়ের মিনা জেবল আলীর সিএসইসি স্টিল ইন্ডাস্ট্রিতে স্টিল ফিক্সার হিসেবে কাজ করতেন। দুই বছর আগে তিনি দুবাই এসেছিলেন।'

শুক্রবার সকাল ১০টায় ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় ক্রেনের স্টিলবার দড়ি ছিঁড়ে তার উপর পড়লে পা ও শরীর থেঁতলে যায়। 

পরে গুরুতর আহত অবস্থায় দুবাই এনএমসি রয়্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুই ভাই ও দুই বোনের মধ্যে পাভেল চতুর্থ। বর্তমানে তার মরদেহ দেইরা দুবাইয়ের সরকারি লাশঘরে রাখা আছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago