২৯৭ কোটি টাকা দুর্নীতি মামলা: হাইকোর্টে জি কে শামীমের জামিন

গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। ছবি: স্টার ফাইল ফটো

২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মামলায় জামিন চেয়ে জি কে শামীমের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এস এম আবদুল মবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের জামিনের আদেশকে চ্যালেঞ্জ করে কমিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে।

আবেদনের শুনানিকালে জি কে শামীমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

২০১৯ সালের ২১ অক্টোবর ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে মামলা করে দুদক। কিন্তু তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায়।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago