এফডিসিতে অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং

অপারেশন জ্যাকপট
ছবি: সংগৃহীত

এফডিসিতে শুরু হয়েছে অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং, যা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির শুটিং।

সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব কুমার।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল 'অপারেশন জ্যাকপট'। সেটিই বড় আয়োজনের এ সিনেমায় তুলে ধরা হবে। সিনেমার অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন অনন্ত জলিল। তবে বর্তমানে এই সিনেমার শুটিং এফডিসিতে অংশ নিয়েছেন ইমন, রোশান, জয় চৌধুরী ও শিপন মিত্র।

সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকা অন্তর শোবিজ দ্য ডেইলি স্টারকে বলে, 'অপারেশন জ্যাকপট সিনেমায় আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা, তাই অনেক বিষয়ে মনোযোগী হতে হচ্ছে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাটাই সিনেমায় দেওয়ার চেষ্টা করছি। ভরসা রাখার মতো কিছু হবে আশা করছি। '

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago