কাল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন, এফডিসিতে নেই ভোটের আমেজ
আগামীকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। কিন্তু এফডিসিজুড়ে নেই কোনো ভোটের আমেজ।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। এক দিন আগে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন। পরে নির্বাচনের নতুন তারিখ ১০ জানুয়ারি ঘোষণা করা হয়। সহকারী নির্বাচন কমিশনার এজে রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে নানা কারণে তখন সেটি স্থগিত করা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।'
বুধবার এফডিসিতে গিয়ে দেখা যায় দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বীদের ছবি সম্বলিত ব্যানার টাঙানো হয়েছে। তবে শেষ সময়ে এসেও প্রার্থীদের সেভাবে প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি।
এবারের নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ ও শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনা হিসেবে এজে রানা ও বিএইচ নিশান।
Comments