গাজীপুর

নৌকা ছাড়া কোনো মার্কাকে প্রতিষ্ঠিত হতে দেবো না: স্বেচ্ছাসেবক লীগ নেতা

টঙ্গীতে উঠান বৈঠকে বক্তব্য দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেছেন, নৌকা প্রতীক ছাড়া আর কোনো প্রতীককে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। 

গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের ৫৬ নম্বর ওয়ার্ডে  টঙ্গীর শের-ই বাংলা রোডে নৌকা প্রতীকের উঠান বৈঠকে এ বক্তব্য দেন ওই নেতা। 

বিল্লাল হোসেনের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, '৭ জানুয়ারি আপনারা ভোটকেন্দ্রে যাবেন। নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেল ভাইয়ের নৌকা প্রতীকে ভোট দেবেন।' 

তিনি বলেন, 'নৌকার জোয়ারের বিপরীতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে। তারা অতীতেও ষড়যন্ত্র করেছে। সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে।'

স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল আরও বলেন, 'আমাদের নেতা জাহিদ আহসান রাসেল ভাইয়ের মার্কা নৌকা মার্কা। এর বাইরে এই ৫৬ নম্বর ওয়ার্ডে আর কোনো মার্কাকে প্রতিষ্ঠিত হয়ে দেবো না।'

বক্তব্যে তিনি এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, 'আমার বলতে ঘৃণা হয়, একজন প্রার্থী আমাদের বিপরীতে আসছেন, তিনি একজন চাঁদাবাজ, ভূমিদস্যু। তিনি গত ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭ বছর আমার কাছ থেকেও চাঁদা নিয়েছেন।'

বিল্লাল হোসেন বলেন, 'আমরা সালনায় সভা করতে গিয়েছিলাম। ওখানে শুনে আসলাম, তিনি (বুদ্দিন) আত্মীয়-স্বজনের জমি দখল করেছেন। এমন প্রার্থী আমরা চাই না।'

উঠান বৈঠকে এমন বক্তব্যের বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেনকে ফোন করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি বলেছি, নৌকা ছাড়া অন্য কোনো প্রতীককে প্রতিষ্ঠিত হতে দেবো না। আমি নৌকার লোক, নৌকার জন্য ভোট চাই। নৌকার জন্য কাজ করছি।'

'তবে অন্য প্রার্থীর লোকজন ভোট দিতে পারবে। তাতে আমার কোনো সমস্যা নেই,' বলেন তিনি।

বিল্লালের বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনকে ফোন করা হলে, তার চালক পরিচয় দিয়ে বলা হয়, 'বুদ্দিন সাহেব মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন। পরে ফোন করেন।'
 
মঙ্গলবারের উঠান বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেল ছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন, গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আাসাদুর রহমান কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago