দেশকে সংকটে ফেলবে, এমন নির্বাচন চাই না: ইসি রাশেদা

ইসি রাশেদা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। স্টার ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমরা এমন কোনো নির্বাচন করতে চাই না, যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে।

আজ বুধবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এই নির্বাচন কমিশনার বলেন, আমরা চাই একটা নির্বাচন হবে। যে সরকারই হোক না কেন, যেন সরকার স্থায়ী রূপ নেয়।'

'যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায়, তখন কিন্তু দেশ একটা বিপদের মুখে চলে যায়, আমরা এটা ভাবিনি। এ সেন্স থেকেই হয়তো আমাদের মাথায় এসেছে, আমরা একটা ফেয়ার ইলেকশন করব,' যোগ করেন তিনি।

ইসি রাশেদা আরও বলেন, 'আন্তর্জাতিক চাপ কোনো ইস্যু না, কোনো বিষয় না। কোনোদিক থেকে কোনো চাপ না। কিন্তু আমরা বিগত দিন থেকে আমাদের একটা অ্যাসেসমেন্ট, হয়ে যাওয়া নির্বাচনটা যেন কোনো ভাবেই প্রসপন্ড (বন্ধ) না হয়ে যায়।'

তিনি বলেন, 'এমন একটা ফেয়ার নির্বাচন যেন হয়, যেটা সব মহলে স্বীকৃতি পায়।'

ইসি রাশেদা সুলতানা আরও বলেন, 'নির্বাচনের পরিবেশ ইসির নিয়ন্ত্রণে আছে এবং ৭ জানুয়ারির নির্বাচন হবে উৎসবের আমেজে।'

'ভোটের দিন যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কমিশন কঠোর হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

11h ago