ডিসেম্বরে রপ্তানি আয় কমেছে ১.০৬ শতাংশ

স্টার ফাইল ফটো

২০২৩ সালের ডিসেম্বরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ০৬ শতাংশ কমে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ডিসেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ মাসিক লক্ষ্যমাত্রার ৫ দশমিক ৬২ বিলিয়ন ডলারের চেয়ে ৫ দশমিক ৫৭ শতাংশ কম।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি আয় আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, একই সময়ে পোশাক রপ্তানি রপ্তানি আগের বছরের তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে হয়েছে ২৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Undergraduate admission tests under the cluster system faces uncertainty for the 2024-25 academic year, as several prominent universities have decided to withdraw and conduct their own admission tests independently. 

9h ago