কাজাখস্তান ও উজবেকিস্তানে ‘তিন শূন্যের পৃথিবী’ ধারণা তুলে ধরলেন ড. ইউনূস

ঐতিহাসিক ও শিক্ষামূলক মিডিয়া কালাম-এর প্রধান সম্পাদক জার জারদিখানের সঙ্গে গণ-আলোচনায় ড. ইউনূস। ছবি: সংগৃহীত

কাজাখস্তানের আস্তানায় বিখ্যাত কালাম মিডিয়া গ্রুপ ইভেন্ট এবং উজবেকিস্তানের তাসখন্দের মর্যাদাপূর্ণ সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে নিজের সামাজিক ব্যবসা ও তিন শূন্যের পৃথিবীর যুগান্তকারী ধারণা তুলে ধরেছেন নোবেলজয়ী ও ক্ষুদ্রঋণের প্রবর্তক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত ১৯ ডিসেম্বর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত কালাম মিডিয়া গ্রুপ ইভেন্টে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানের ডিজিটাল বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রী নুরবেক সায়াসাত, কাজাখস্তানের ডিজিটাল উন্নয়ন ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী বোগদাত মুসিন, কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী, ন্যাশনাল ব্যাংকের প্রধান এবং আস্তানা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারের ম্যানেজার কাইরাত কেলিমবেটভ, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিনিয়োগ গ্রুপ ফ্রিডম হোল্ডিং করপোরেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিমুর তুরলভসহ কাজাখস্তানের উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বুদ্ধিজীবী ও বিভিন্ন স্তরের মানুষ।

কালাম মিডিয়া গ্রুপের সদর দপ্তর কাজাখস্তানে। প্রতিষ্ঠানটি ইতিহাস এবং সংস্কৃতিতে নিবেদিত একটি মাল্টি—প্ল্যাটফর্ম বৈজ্ঞানিক ও শিক্ষামূলক মিডিয়া, যার লক্ষ্য জরুরি বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে বিশ্বব্যাপী আলোচনা এবং এশীয় দৃষ্টিকোণ থেকে এসব সমস্যার সমাধানে বুদ্ধিবৃত্তিক মতবিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা।

উজবেকিস্তানের সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে ভাষণ দেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

কালাম ইভেন্টের পর ড. ইউনূস গত ২১ ডিসেম্বর উজবেকিস্তানের তাসখন্দ যান এবং সেখানে অবস্থিত সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের সামনে তার সামাজিক ব্যবসা এবং 'থ্রি—জিরো ক্লাবের' ধারণা নিয়ে বক্তৃতা দেন। 

বক্তব্যে ড. ইউনূস তিন শূন্যের একটি পৃথিবী নিয়ে তার অন্তর্দৃষ্টি ও রূপকল্প সবার কাছে তুলে ধরেন। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কামরান গুলামভ ড. ইউনূসকে সাদরে আমন্ত্রণ জানান এবং ইউনূস সেন্টারের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিপুল আগ্রহ প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago