বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

ভালো বোলিংয়ের জন্য রিশাদকে কৃতিত্ব দিলেন সাইফার্ট

ফাইল ছবি: এএফপি

বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিশাদ হোসেন দারুণ বল করলেন। স্বাগতিকদের দ্রুত রান তোলার গতিতে লাগাম পরাতে এই লেগ স্পিনার অগ্রণী ভূমিকা রাখলেন। পরে কিউই ব্যাটার টিম সাইফার্টের প্রশংসাও অর্জন করে নিলেন তিনি।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান করার পর বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর তা চালু করা সম্ভব না হলে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। বৈরি আবহাওয়ায় ব্যাট-বলের লড়াই থামার আগে রিশাদ ৩ ওভারে দেন স্রেফ ১০ রান। উইকেট না পেলেও পিচের বাউন্সকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলেন তিনি। তার ১৮ ডেলিভারির অর্ধেকই ছিল ডট। তিনি কোনো বাউন্ডারিও হজম করেননি।

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। ওপেনার সাইফার্ট ছিলেন আগ্রাসী মেজাজে। নিয়মিত বাউন্ডারি আনছিলেন তিনি। পাওয়ার প্লে শেষ হতেই রিশাদকে আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওই ওভারে মাত্র ৩ রান দেন রিশাদ। পরের ওভারে তানজিম হাসান সাকিবের ওপর চড়াও হতে গিয়ে বিদায় নেন সাইফার্ট। ২৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রতিনিধি ছিলেন সাইফার্ট। তিনি জানান, মাঠের বাতাসকেও কাজে লাগান রিশাদ, 'আমার মনে হয়, সে বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল। বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়। আবার জোরে বাতাস ছিল। সে ভালো করেছে। বাতাসে ভালো করেছে। ছেলেরা তাকে ভালোই খেলেছে। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।'

একজন লেগ স্পিনারের জন্য হাহাকার বাংলাদেশ দলের অনেক দিনের। তবে চলতি সফরে নিয়মিত সুযোগ মিলছে রিশাদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে এই নিয়ে মোট চারটি ম্যাচ খেললেন তিনি। নিজের এদিনের পারফরম্যান্স নিয়ে রিশাদ বলেন, 'আমি যখন বোলিংয়ে যাই, তখন চিন্তা করি নিজের সামর্থ্যের বাইরে যেন না যাই, (চেষ্টা করি সামর্থ্যের) ভেতরে থাকার জন্য।'

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্তর কাছ থেকে পাওয়া সমর্থন নিয়ে তার ভাষ্য, 'এটা আমার জন্য বড় সুযোগ। আমি চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য।... (কোচ-অধিনায়ক) অনেক সমর্থন দিচ্ছে যে, "বিশ্বাস রাখো, তুমি পারবে।"... আমার ওপর (তারা) ভরসা রাখছে। আমার ভালো (কিছু) দেওয়ার সুযোগ বাড়ছে। আমার ওপর ভরসা রাখলে আমি ভালো কিছু দিতে পারব।'

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago