গাজীপুর-৪

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে থাপ্পড়ের অভিযোগ, ইউপি চেয়ারম্যানকে শোকজ

গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে থাপ্পড় ও হুমকি দেওয়ার অভিযোগে নৌকার সমর্থক এবং কাপাসিয়া উপজেলার বারিষাব ইউপি চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা। 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী এ তথ্য জানান।  

মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, 'একটি ভিডিওতে দেখা গেছে, নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে থাপ্পড় ও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।' 

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের কর্মী মোনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বারিষাব ইউনিয়নের দাওড়া মোড়ে চেয়ারম্যান মার্কেটের সামনে আলম আহমেদের কর্মী নাইমের সঙ্গে চেয়ারম্যানের এ ঘটনা ঘটেছে।   

জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু বলেন, 'জনপ্রতিনিধি হিসেবে আমি শাসন করেছি। এ ঘটনায় পরে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাকে হুমকি দিয়েছেন।' 

উল্লেখ্য, গাজীপুর-৪ আসনে কৃষকলীগ কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ও  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

11h ago